নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে একটি দোকান থেকে এক অজ্ঞাতপরিচয় (বয়স আনুমানিক ৪০) ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের ভান্ডারির পুল নয়াপাড়া খালপাড় এলাকায় ফখরুল ইসলামের বাড়ির নিচতলার দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাত্র কয়েকদিন আগে দোকানটি এক ব্যক্তি ভাড়া নেন। পরে দোকানের ভেতর থেকে দুর্গন্ধ এবং রক্ত দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশে খবর দেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বাড়ির মালিক ফখরুল ইসলাম জানান, গত ১ জুন দোকান ভাড়া নেওয়ার জন্য এক ব্যক্তির সঙ্গে মৌখিক চুক্তি হয়। তবে ভাড়াটিয়ার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ছবি সংগ্রহ করা হয়নি। শুধু একটি মোবাইল নম্বরই ছিল চুক্তিপত্রে উল্লেখ। ফলে মৃত ব্যক্তি সম্পর্কে বা হত্যার সাথে জড়িত কাউকে সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “একটি দোকান থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে প্রযুক্তি ব্যবহার করে দোকান ভাড়ার মোবাইল নম্বরসহ আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।