চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় সংঘটিত জোড়া খুন মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি মো. খোরশেদ (৪০) অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ১২টার পর র্যাব-৭ এর একটি দল রাঙ্গুনিয়ার উত্তর ঘাটচেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত খোরশেদ রাউজান উপজেলার পরীর দীঘির পাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে। র্যাব জানায়, খোরশেদ এলাকায় ‘ত্রাস’ হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইন ও সংঘবদ্ধ অপরাধে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে।
র্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা খোরশেদকে গোপন সংবাদের ভিত্তিতে নজরদারিতে রাখা হয়। নিশ্চিত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম নগরের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, সমাজবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।