২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত অভ্যুত্থান চলাকালে ছাত্র ও জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় আসামি ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মুহিত আহমদ শাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) সিলেটের একটি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মুহিত আহমদ শাহ। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় মুহিত আহমদ শাহ অভিযুক্ত। এসব মামলায় অভিযোগ রয়েছে, ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময় তিনি সহিংস কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন এবং ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলায় জড়িত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময় বিভিন্ন সহিংস ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়। সেই সময়ের বেশ কয়েকজন নেতা এখনো পলাতক থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধীরে ধীরে তাদের গ্রেপ্তার বা আদালতে হাজির করতে কাজ চালিয়ে যাচ্ছে।