চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে পারিবারিক কলহের জেরে এক কিশোরী নিহত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) রাতে উদালিয়া চা-বাগানের পহেলা টিলা এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।
নিহত কিশোরীর নাম সুপ্তা মাঝি (১৫)। তিনি ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাঝির মেয়ে। তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই রতন দাশ (৩৭)-এর বিরুদ্ধে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুপ্তা চা-বাগানের কাজ ছেড়ে দিয়ে সেলাই শিখতে চেয়েছিল। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন তার ভাই রতন। এ নিয়ে শুক্রবার রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রতন বটি দিয়ে সুপ্তার মাথায় আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে, পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুপ্তার মরদেহ বর্তমানে চমেক হাসপাতালের মর্গে রয়েছে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত রতন দাশকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের মধ্যে এ হত্যাকাণ্ড গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। পরিবারের অভ্যন্তরীণ বিরোধ থেকে এমন মর্মান্তিক পরিণতি এলাকার সবাইকে স্তম্ভিত করেছে।