ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ছাত্রদল।
সাম্য হত্যার বিচার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্যের পদত্যাগ দাবিতে আগামী বুধবার (১৪ মে) সকাল ১১টা ৩০ মিনিটে রাজু ভাস্কর্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাতে বিএনপির মিডিয়া সেলের একটি ফেসবুক পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এর আগে, মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের ছাত্র ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই হলের ২২২ নম্বর কক্ষে বসবাস করতেন।
ছাত্রদল দাবি করেছে, সাম্যের হত্যাকাণ্ডে প্রশাসনের চরম ব্যর্থতা রয়েছে। দ্রুত বিচার না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
এদিকে, পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।