ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—জামির (২২) ও সাব্বির (২১)। তারা দুজনই ঢাকা কলেজের অনার্স শ্রেণির শিক্ষার্থী।
সংঘর্ষে আহত হওয়ার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। দুপুরের দিকে তাদের ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক সাংবাদিকদের জানান, আহত জামির ও সাব্বিরকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে কোনো বিষয় নিয়ে তর্ক-বিতর্কের সূত্র ধরে সংঘর্ষ বাঁধে। এ সময় দুই কলেজের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এতে অন্তত দুজন আহত হন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সঠিক কারণ ও কারা এর সঙ্গে জড়িত—তা তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে এ ধরনের সংঘর্ষে সাধারণ মানুষ ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা রোধে কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে।