বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দয়া করে দেশটাকে বাঁচান, আর বিভাজন সৃষ্টি করবেন না। নতুন করে দাবি-দাওয়া তুলে আন্দোলন করে আর নির্বাচন পেছানোর চেষ্টা করবেন না।’ আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শুকনপুকুরিয়া ইউনিয়নে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আজ (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের কার্তিতলায় অনুষ্ঠিত সুধী সমাজ, হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ পিআর বোঝে না। পিআর হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে প্রার্থীকে নয়, দলকে ভোট প্রদান করতে হবে। সাধারণ মানুষ যদি তার প্রার্থীর কাছে না যেতে পারে, তার প্রার্থীকে না চিনতে পারে তাহলে? সাধারণ মানুষ পিআর বোঝে না, আমরাও বুঝি না।’
সংস্কারের বিষয়ে মির্জা ফখরুল জানান, রাজনৈতিক দলগুলো যেগুলো বিষয়ে সম্মত হয়েছে তার সনদই আগামী ১৭ তারিখে স্বাক্ষর হবে। আর যেগুলোতে সম্মত হয়নি সেগুলো সংসদে জনগণের মতামতের ভিত্তিতেই পাস করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সমস্ত নেতাকর্মীরা।