ড. মুহাম্মদ ইউনূস জাপানে বসে দেশের বদনাম করছেন। তিনি বলেন, "খুব দুঃখের সঙ্গে বলছি, দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপির সম্পর্কে বদনাম করছেন।
একটু লজ্জাও লাগলো না, দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন, ‘একটি দল নির্বাচন চায়, আর কেউ চায় না’। আর আমরা (বিএনপি) বলতে চাই, একটি লোক নির্বাচন চান না, তিনি হলেন ড. ইউনূস।"
শুক্রবার (৩০ মে) সকালে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “আজকের দিনে জাতিকে শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করতে হবে। তিনি ছিলেন একজন প্রকৃত সংস্কারক। তিনি বিদেশ থেকে পরামর্শক আনেননি, নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে সংস্কার করেছেন। অথচ আজকের সরকার সংস্কারের নামে বিদেশ থেকে লোক আমদানি করছে। এতে প্রমাণ হয় তারা প্রকৃতপক্ষে নির্বাচন দিতে চায় না।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সবসময়ই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। “এই ডিসেম্বরের প্রস্তাব কিন্তু আমরা দেইনি, এটা ইউনূস সাহেব নিজেই দিয়েছিলেন। পরে তিনি সেটা জুনে সরিয়ে নেন। কিন্তু বাংলাদেশে জুন মাসে কোনো নির্বাচন হবে না। নির্বাচন যদি হয়, ডিসেম্বরের মধ্যেই করতে হবে।”
বিএনপি নেতা বলেন, “যদি নির্বাচন না হয়, সেটা ড. ইউনূসের দায়, বিএনপির নয়। দেশবাসী ও জাতি এই নির্বাচন আদায় করে নেবে।”
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্যান্য নেতাদের পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করেন মির্জা আব্বাস। তিনি বলেন, “আল্লাহ যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বেহেশত নসিব করেন।”
সকাল সাড়ে ১০টায় মির্জা আব্বাসের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং আরও অনেকে।
এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, ঢাকা মহানগর বিএনপি, ছাত্রদল, জেটেব, জাতীয়তাবাদী তাঁতী দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ডিইএব, কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম, অ্যাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।